ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পরীমনি অসুস্থ, পেছালো সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৩  
পরীমনি অসুস্থ, পেছালো সাক্ষ্য

চিত্রনায়িকা পরীমনিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মামলাটি পরীমনির সাক্ষ্য গ্রহণের জন্য ছিলো। কিন্তু অসুস্থতার কারণে এদিন পরীমনি আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের এই তারিখ ঠিক করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী  রানা আচার্য্য এ তথ্য জানান। মামলার আসামি হলেন-নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এদিন তারা আদালতে হাজিরা দেন।

আরো পড়ুন:

গত বছর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং ৪জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন পরীমনি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। 

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়