ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের মামলা, সমন জারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
কাইনেটিক নেটওয়ার্কের বিরুদ্ধে মাইলসের মামলা, সমন জারি

কাইনেটিক নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আশিকুন নবী ও ডিরেক্টর আশিফুন নবীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার মো. শাফিন আহমেদ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে কপিরাইট আইনে মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া ইউটিউব, অ্যামাজন, আই টিউনস, অ্যাপল মিউজিক প্রচারের অভিযোগ করা হয়েছে।

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়