ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

যান্ত্রিক ত্রুটি থেকে ফ্লাইওভারের বাসে আগুন : পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
যান্ত্রিক ত্রুটি থেকে ফ্লাইওভারের বাসে আগুন : পুলিশ 

ছবি: সংগৃহীত

মেয়র হানিফ ফ্লাইওভারের যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রো বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

এর আগে, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম রাইজিংবিডিকে বলেন, প্রাথমিক তদন্তে সন্দেহ করছি, মাইক্রো বাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। তা থেকেই আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ যায়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল অফিস থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন লাগার পরপরই দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে মাইক্রো বাসের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, আগুন লাগার ঘটনায় হানিফ ফ্লাইওভারে যানজটের দীর্ঘ লাইন পড়েছে। যাত্রী সাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল ট্রাফিক পুলিশ।

ঢাকা/মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়