ট্রিপল মার্ডার মামলায় ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ
ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের মরদেহ উদ্ধারের মামলায় আগামী ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ অক্টোবর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তা গ্রহণ করেন। তিনি আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মোমেনুল ইসলামকে মামলাটি তদন্ত করে ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতে আশুলিয়া থানার সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাসুদ মিয়া এসব তথ্য জানিয়েছেন।
শনিবারে রাতে আশুলিয়ার ইউনিক ফকিরবাড়ি মোড়ের হাসান মিয়ার ভাড়াবাড়ি থেকে বাবুল মিয়া, তার স্ত্রী সাহিদা ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার দুপুরে বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে র্যাব জানায়, বহুতল ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পুলিশ এসে ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে মা ও ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে। পাশের আরেকটি কক্ষ থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়। বাবুল ও সাহিদা পোশাক কারখানায় কাজ করতেন।
মামুন/রফিক