ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

শাহজাহানপুর থেকে নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫৬, ৭ অক্টোবর ২০২৩  
শাহজাহানপুর থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর শাজাহানপুরের খিলগাঁও রেলগেট সামনে থেকে অজ্ঞাতনামা (৩৮) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তার পরিচয় জানার চেষ্টা চলছ। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে পরিচয় জানা যেতে পারে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক  মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়