ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২২ অক্টোবর ২০২৩  
৮২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন

ঢাকা মহানগরীর ওয়ারী থানার মৌজায় প্রায় ৮২ কোটি টাকা মূল্যের ২৭ দশমিক ২০ শতক সরকারি অর্পিত জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রোববার (২২ অক্টোবর) কোতোয়ালি রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মনীষা আহমেদ অভিযান পরিচালনা করে ওয়ারী মৌজার অর্পিত এ সম্পত্তি উদ্ধার করেন। 

এসময় অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার করে ঢাকা জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়।

কয়েকজন ভূমিদস্যু দীর্ঘদিন যাবৎ এ জায়গা দখল করে বিনা অনুমতিতে স্থাপনা তৈরি করার চেষ্টা করে আসছিলেন। খবর পেয়ে কোতোয়ালি রাজস্ব সার্কেলের এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন। 

এতে জেলা প্রশাসক আনিসুর রহমান নির্দেশনা দেন। আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক।

এ ব্যাপারে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, জেলা প্রশাসন ঢাকার চলমান সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ ওয়ারীতে অভিযান পরিচালনা করা হয়। সরকারি সকল জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হবে।

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়