ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

দুষ্কৃতকারী শেষরাতে যেন কোনও অঘটন ঘটাতে না পারে: আইজিপি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২২ অক্টোবর ২০২৩   আপডেট: ২২:২৫, ২২ অক্টোবর ২০২৩
দুষ্কৃতকারী শেষরাতে যেন কোনও অঘটন ঘটাতে না পারে: আইজিপি 

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে। কোনও দুষ্কৃতিকারী যেন কোনও সুযোগে, বিশেষ করে শেষ রাতে কোনও অঘটন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকাতে হবে।

পরে তিনি স্বামীবাগ রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/মাকসুদ/এনএইচ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়