ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বিএনপির ৪৮ নেতাকর্মী খালাস, দণ্ডিত এক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৩ অক্টোবর ২০২৩  
বিএনপির ৪৮ নেতাকর্মী খালাস, দণ্ডিত এক

নাশকতার অভিযোগে ১০ বছর আগে রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার, তার ভাই ইয়াকুব সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ৪৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। তবে, মোহন মোল্লা নামের এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত এ রায় দেন।

রায় ঘোষণার আগে ইয়াকুব সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। 

দণ্ডিত মোহন মোল্লা পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শিশির হালদার এসব তথ্য জানিয়েছেন।

২০১৩ সালের ৫ নভেম্বর বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। তদন্ত শেষে ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালে তিনজন মারা যান।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়