বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা করেছে: হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, পুলিশ জনগণের জান-মাল রক্ষার জন্য পাল্টা অ্যাকশনে গেছে। বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিএনপি রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশের শর্তে অনুমতি নিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ হাসপাতালসহ সরকারি অনেক ভবনে হামলা চালিয়েছে তারা।
তিনি আরও বলেন, আগামীকাল হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
মাকসুদ/রফিক