ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ২৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:১২, ২৯ অক্টোবর ২০২৩
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশের সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, সকালে গুলিস্থানে শিকড় পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, আজ ভোরে রাজধানী মোহাম্মদপুরে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

উল্লেখ্য, শনিবার দুপুরে মহাসমাবেশ থেকে রোববার দেশজুড়ে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সন্ধ্যার দিকে এক বিবৃতির মাধ্যমে একই সময়ে হরতাল পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

তবে তাদের হরতাল প্রত্যাখ্যান করে গণপরিবহন চালানোর ঘোষণা দেয় ঢাকা বাস মালিক সমিতি।

ঢাকা/মাকসুদ/ইভা 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়