ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

আল আরাফাহ ব্যাংকের পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৬ নভেম্বর ২০২৩  
আল আরাফাহ ব্যাংকের পরিচালকসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

ঢাকা আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখল, গাছপালা কাটার অভিযোগে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসিনের আদালতে মামলাটি করেন আইনজীবী সমিতির সদস্য মো. আজাদ রহমান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- মোক্তার হোসেন, মোশাররফ হোসেন, আশরাফ হোসেন, আরিফ হোসেন, শাকিল আহসান, মো. শামীম, কামাল ও শুভ।

বাদী আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আইনজীবী মোহাম্মদ নূর হোসেন জানান, ঢাকা আইনজীবী সমিতির ৩১ আইনজীবীসহ ৪৪ জনের বেশি ব্যক্তির ক্রয় করা ৩৫ শতাংশ জমি দখলের চেষ্টা ও পাঁচ কোটি টাকা চাঁদা দাবি এবং গাছ, বালু ও রড চুরির অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। এনায়েত উল্লাহ কেরানীগঞ্জের ভূমি দস্যু হিসেবে পরিচিত ও জামায়াত ইসলামের অর্থ যোগানদাতা।

মামলায় অভিযোগ করা হয়ে, বাদীসহ ঢাকা আইনজীবী সমিতির অন্য সদস্যরা কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী মৌজায় ৩৫ শতাংশ জমি ক্রয় করেন ২০১৩ সালে। গত ১২ বছর ধরে তারা ওই জমি ভোগদখলে রয়েছেন। জমিটি একটি হাসপাতাল নির্মাণের জন্য কেনা। ২০২২ সালের ২৪ নভেম্বর দুর্বৃত্তরা ওই জমিতে প্রবেশ করে জমিতে থাকা ১২ লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। গত ১৫ অক্টোবর বিকেল পাঁচটার সময় এনায়েত উল্লাহর নেতৃত্বে আসামিরাসহ ৫০/৬০ জন সন্ত্রাসী ওই জমির দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে প্রবেশ করে প্রায় ১০০ প্রকার গাছ কেটে ফেলেন। যার মূল্য সাত লাখ টাকা। সেখানে থাকা বিপুল পরিমাণ রড সিমেন্ট ইট বালু জোরপূর্বক নিয়ে যান। সেখানে অফিস কক্ষ ভেঙে চুরমার করে কম্পিউটার, চেয়ার, টেবিল, গ্লাস ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। খবর শুনে আইনজীবীরা সেখানে গেলে তাদের মারধর করা হয়। এনায়েত উল্লাহ আইনজীবীদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই জমিতে আইনজীবীরা যেতে পারবেন না বলে তিনি গালিগালাজ করেন। এ সময় পিস্তল বের করে এনায়েত উল্লাহ আইনজীবীদের হত্যার হুমকি দেন।

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়