ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

এবার পল্টন থানার মামলায় গ্রেপ্তার শামসুজ্জামান দুদু, শুনানি ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৫:২৬, ১৯ নভেম্বর ২০২৩
এবার পল্টন থানার মামলায় গ্রেপ্তার শামসুজ্জামান দুদু, শুনানি ২৭ নভেম্বর

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে এবার পল্টন মডেল থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। 

রোববার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।

গত ১১ নভেম্বর তদন্ত কর্মকর্তা ওয়ারী জোনাল টিমের পরিদর্শক আব্দুল হাই তাকে পল্টন থানার নাশকতাসহ পুলিশের অস্ত্র ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত ১৯ নভেম্বর আসামির উপস্থিতিতে শুনানির এ দিন ঠিক করেন।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামান দুদুকে বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তা করে। ৬ নভেম্বর দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর 
রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা/মামুন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়