ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:০২, ২০ নভেম্বর ২০২৩
বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

ছবি: প্রতীকী

বিএনপির টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মধুমিতা হলের সামনে দোতলা বাসটিতে আগুন দেওয়া হয়। বাসটি অপেক্ষা করছিল বাংলাদেশ ব্যাংকের স্টাফদের নিয়ে যেতে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। 

জানা গেছে, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে আসেন।

ঢাকা/মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়