ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ২০ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৪২, ২০ নভেম্বর ২০২৩
মিরপুরে বাসে আগুন, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিআরটিসি বাসে আগুন দেওয়ার অভিযোগে সাজেদুল আলম টুটুল (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। তিনি রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

সোমবার (২০ নভেম্বর) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ গোল চত্বরের পাশে ফায়ার সার্ভিসের সামনের রাস্তার ওপর বিআরটিসির একটি দুতলা বাসে যাত্রীবেশে আগুন দেয়। আগুনে গাড়ির ওপরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থলের পাশ থেকে মো. সাজেদুল আলম টুটুলকে আটক করা হয়। তিনি রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

তিনি আরও বলেন, বিআরটিসি বাসের চালক টুটুলকে প্রাথমিকভাবে শনাক্ত করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাকসুদ/এনএইচ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়