ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২১ নভেম্বর ২০২৩  
বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ নভেম্বর) র‍্যাব-২ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্ট নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

র‍্যাব আরও জানায়, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গতকাল সোমবার নাশকতার একটি মামলায় হাবিবুর রহমান হাবিবকে কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়