ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ নভেম্বর ২০২৩  
বিএনপির ৬২ নেতাকর্মীর কারাদণ্ড

পাঁচ বছর আগে রাজধানীর বংশাল থানায় পুলিশের কাজে বাধা ও দাঙ্গার অভিযোগের মামলায় বিএনপির ৬২ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় সাড়ে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- লতিফ উল্লাহ ফারুক, তাইজুদ্দিন ওরফে লম্বা তাইজু, আ. রহমান ওরফে বোমা রহমান, জহিরুল ইসলাম তুষার ওরফে কালা, মো. রকি প্রমুখ।

দাঙ্গার অভিযোগে আসামিদের দেড় বছর করে কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগে তাদের আরও দুই বছরের কারাদণ্ড, দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে বংশাল এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ মামলাটি দায়ের করে।

ঢাকা/মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়