ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মোবাইল হারিয়ে থানায় জিডি করলেন সাকিব আল হাসান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:১৯, ২৭ নভেম্বর ২০২৩
মোবাইল হারিয়ে থানায় জিডি করলেন সাকিব আল হাসান 

নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয়  ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী সাকিব আল হাসান। গণভবনের আশপাশের এলাকা থেকে মোবাইলটি হারিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (২৬ নভেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে মোবাইল হারিয়ে যাওয়ায় তিনি একটি জিডি করেছেন। তিনি ধারণা করছেন গণভবন এলাকা থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে। আমরা তদন্ত করছি, তদন্ত-পূর্বক মোবাইলটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন:

উল্লেখ্য, রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনয়ন প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। সেখানে মাগুরা-১ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়কের নাম নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়