ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১২ ১৪৩১

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৩৫, ৩ ডিসেম্বর ২০২৩
সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ফটো

বিএনপি-জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারা দেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন:

ক্ষমতাসীন সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে গত এক মাস ধরে হরতাল ও অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি-জামায়াত এবং সমমনা রাজনৈতিক দলগুলো।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে এ অবরোধের ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। যা চলবে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়