ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৪৮, ৬ ডিসেম্বর ২০২৩
এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুর ও অস্ত্র ছিনতাইয়ের অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। 

আসামির পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়। পরদিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘর ভাঙচুরের অভিযোগে গত ২ নভেম্বর খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মামলা দায়ের করেন। মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

ঢাকা/মামুন/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়