ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সতর্ক হওয়ার নির্দেশ

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে জাহাঙ্গীরের প্রতারণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৩৫, ৬ ডিসেম্বর ২০২৩
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে জাহাঙ্গীরের প্রতারণা

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়ানো জাহাঙ্গীর থেকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. জাহাঙ্গীর আলম, পিতা- মৃত রহমত উল্যাহ, রহমত উল্যাহ কেরানীর বাড়ি, গ্রাম- নাহারখিল, ইউনিয়ন- খিলপাড়া, উপজেলা- চাটখিল, জেলা- নোয়াখালী; নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনও সম্পর্ক নেই।

এতে আরও বলা হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার জন্যও বলা হয়।

পারভেজ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়