ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আদম তমিজি হক গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৯ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২১:৪৬, ৯ ডিসেম্বর ২০২৩
আদম তমিজি হক গ্রেপ্তার

ফাইল ছবি

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। 

শনিবার (৯ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ তমিজি হককে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেন।

তিনি গণমাধ্যমকে জানান, গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অভিযোগে মামলা রয়েছে। এসব অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টু রোডে আনা হয়েছে।

এর আগে, গত ১৬ নভেম্বর তার রাজধানীর গুলশানের ১১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তামিজী হককে অব্যাহতি দেওয়া হয়।

ঢাকা/মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়