ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

মাসুদ ও মজনুসহ বিএনপি-জামায়াতের ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১১ ডিসেম্বর ২০২৩  
মাসুদ ও মজনুসহ বিএনপি-জামায়াতের ১০ জনের কারাদণ্ড

১০ বছর আগে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনুসহ ১০ জনকে আড়াই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মো. এরশাদুল, হুমায়ূন কবীর রওশন, জোনাইদ, আব্দুল কাদের খন্দকার, খন্দকার এনামুল হক এনাম ও মিজানুর রহমান টিপু।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৫ জন খালাস পেয়েছেন। এ ছাড়া, দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শরীফুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১২ সালের ১ ডিসেম্বর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পল্টন এলাকায় মিছিল বের করে জনজীবন, যান চলাচল নিয়ন্ত্রণ করে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে চার জন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ পাল্টা আক্রমণ করলে পথচারীসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় পুলিশ পল্টন থানায় মামলা করে। 

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়