নায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণায় হাতাহাতি, আহত ১০
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নির্বাচনি প্রচারণার সময় সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর হাতিরপুলের সেন্ট্রাল রোডে এ সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন— অতীন্দ্র (২০), মো. শিশির (২৫), জনি (৩০), মোহাম্মদ রাসেল (২২), মোহাম্মদ মাহি (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মোহাম্মদ আরিফ (১৮), মো. সোহেল (২৫), মো. জলিল (৩০) এবং মো. উজ্জ্বল (৩২)।
আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা আ.লীগের ১৮ নং ওয়ার্ডের ইউনিট সভাপতি মোশাররফ হোসেন জানান, আজ দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌসের নির্বাচনি প্রচারণার সময় পেছন থেকে কিছু বহিরাগত কর্মী মিছিলের সামনের কাতারে যাবে— এ নিয়ে আমাদের সঙ্গে তর্কবিতর্ক শুরু করেন। এর মধ্যে ওদের পক্ষ হয়ে ২০-২৫ জন লাঠিসোটা দিয়ে আঘাত ও কিল-ঘুসি মারেন। এতে আমাদের ১০ জন আহত হয়। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, হাতিরপুলে নির্বাচনি প্রচারণা চলাকালে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা কে কার আগে সামনে অংশগ্রহণ করবেন— এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারিতে আহত হয় ১০ জন। তবে তারা সামান্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ৯ জন চলে গেছেন। বিষয়টি নিউ মার্কেট থানা অবগত আছে।
সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়ে জানতে ফেরদৌস আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
জানতে চাইলে নিউ মার্কেট থানার পরিদর্শক হাওলাদার অর্পিত ঠাকুর বলেন, সেন্ট্রাল রোডে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী ফেরদৌস আহমেদ। সেখানে সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় আ.লীগের নেতারা জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে, সেটি নিজেদের মধ্যে। বিষয়টি মীমাংসাও হয়েছে।
ঢাকা/এনএইচ
- ১১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ১১ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ১১ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ১১ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ১১ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ১১ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ১১ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ১১ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ১১ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ১১ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ১১ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ১১ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ১১ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ১১ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ১১ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম