ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বেনাপোল এক্সপ্রেসে আগুন: অজ্ঞাতদের আসামি করে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ৬ জানুয়ারি ২০২৪  
বেনাপোল এক্সপ্রেসে আগুন: অজ্ঞাতদের আসামি করে মামলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পর মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বেনাপোল এক্সপ্রেসের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন।

শনিবার (৬ জানুয়ারি) মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

তিনি রাইজিংবিডিকে বলেছেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা ও যাত্রী হত্যার দায়ে রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনের চারটি বগি পুড়ে যায়। এতে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তিদের চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

মাকসুদ/রফিক 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়