ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

এক বছরে ২৯৩ অস্ত্রধারী গ্রেপ্তার: র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১১ জানুয়ারি ২০২৪  
এক বছরে ২৯৩ অস্ত্রধারী গ্রেপ্তার: র‌্যাব

ফাইল ফটো

২০২৩ সালে ২৯৩ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই বছর জব্দ করা হয়েছে ৬১৮টি বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র, ১০৩টি ম্যাগজিন, ১ হাজার ৩৬২ রাউন্ড গোলা-বারুদ, ২ হাজার ১৩৪টি বিভিন্ন ধরনের ককটেল, বোমা ও গ্রেনেড এবং প্রায় ৬০ কেজি বিস্ফোরক। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) র‌্যাব থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে রাজধানীসহ সীমান্তবর্তী জেলা ও বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১৯ হাজার ৭৫৫টি অস্ত্র এবং ২ লাখ ৫৯ হাজার ৭০৩ রাউন্ড গোলা-বারুদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৪ হাজার ৪১৬ জনকে। এছাড়া, রকেট লঞ্চার, গ্রেনেড, বিভিন্ন প্রকার শেল, ককটেল ও গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ জব্দ করা হয়েছে। 

র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও জোরালো অভিযান চলছে। তা অব্যাহত থাকবে।

মাকসুদ/রফিক 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়