ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

অর্থঋণ মামলা

সাজাপ্রাপ্ত ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২১:৩৫, ১৭ জানুয়ারি ২০২৪
সাজাপ্রাপ্ত ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি গ্রেপ্তার

একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন। 

বাপ্পাদিত্যের বাড়ি যশোরে। তিনি বাংলাদেশের ওয়াকার্স পার্টির সহযোগী সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ছিলেন।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি অর্থঋণের মামলায় আদালত কর্তৃক ৩ বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি বসুকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বসু মামলার পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলেও জানায়।

ঢাকা/মাকসুদ/এনএইচ 


সর্বশেষ

পাঠকপ্রিয়