টেকনাফকেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেটের হোতা ইমরান গ্রেপ্তার
টেকনাফকেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেটের হোতা ইমরানকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকার গোয়েন্দা দল।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রিফাত হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
রিফাত হোসেন জানান, শুক্রবার রাজধানীর মিরপুর মনিপুর এলাকার কবির ‘টি স্টোরের’ সামনে এবং পল্লবীর একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৬০০ পিস ইয়াবা এবং ৬৭০ গ্রাম ইয়াবার ভাঙা গুড়া উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মো. ইমরানকে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইমরান টেকনাফকেন্দ্রিক ইয়াবার সিন্ডিকেটের হোতা। সে দীর্ঘদিন ধরে ইয়াবা এনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাকসুদ/এনএইচ