ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মির্জা আব্বাসের দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:২৪, ২৪ জানুয়ারি ২০২৪
মির্জা আব্বাসের দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ২৭ ফেব্রুয়ারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ আগামী ২৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ছিলো। কিন্তু এদিন মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী সময় আবেদন করেন। আদালত সময় আবেদীন মঞ্জুর করে যুক্তিতর্ক উপস্থাপনের এ তারিখ ঠিক করেন। আজ মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

গত ২৮ ডিসেম্বর তৃতীয় বারের মতো রায়ের তারিখ পিছিয়ে মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য রাখেন আদালত। এর আগে গত ২২ নভেম্বর দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ৩০ নভেম্বর ধার্য করেন। তবে ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১২ ডিসেম্বর ধার্য করেন আদালত। ১২ ডিসেম্বরও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ২৮ ডিসেম্বর ধার্য করা হয়।

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকা/মামুন/ইভা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়