বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ২
ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় স্কুলবাসে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—হারুন অর রশিদ ও মো. তুষার।
বুধবার (২৪ জানুয়ারি) রাতে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ভুক্তভোগী শিক্ষার্থী রাজধানীর একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় স্কুলবাসের চালক হারুন অর রশিদের সঙ্গে পরিচয় হয়। ওই শিক্ষার্থী নিয়মিত স্কুলবাসে যাতায়াত করত। বাসচালকের সঙ্গে তার মোবাইল নম্বর আদান-প্রদান হয়। একপর্যায়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। প্রেমের বিষয়টি ভুক্তভোগী শিশুটির পরিবার জানতে পারলে তাকে অন্য স্কুলে ভর্তি করায়। বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানাতে পারব।
জানা গেছে, গত বছরের ১২ অক্টোবর বেলা ১১টা ৫০ মিনিটের দিকে দিয়াবাড়িতে স্কুলবাসের মধ্যে উঠিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে চালক হারুন অর রশিদ। অনেক দিন পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, সে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ২১ জানুয়ারি ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে তুরাগ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মাকসুদ/রফিক