ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ড. ইউনূসের সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৫১, ৪ ফেব্রুয়ারি ২০২৪
ড. ইউনূসের সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সাজা স্থগিতের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ড. ইউনূস যেন আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে না পারেন সে আবেদনও করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান এ আবেদন দায়ের করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। তবে আপিল করার শর্তে তাদের এক মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

দণ্ডিত অপর তিন জন হলেন, গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

এরপর গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়ালের আদালতে হাজির হয়ে সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তারা। একই সঙ্গে জামিন আবেদনও করা হয়। আদালত সাজা স্থগিত করে তাদের জামিনের আদেশ দেন।

ঢাকা/মামুন/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়