ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

মাংসের দাম কম নেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মাংসের দাম কম নেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ছবি: প্রতীকী

রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে মো. মামুন (৩২) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন।

পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে মাংস ব্যবসায়ীকে হত্যা

তিনি বলেন, ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে উপজেলার আড়ানী পৌর বাজারে কম দামে মাংস বিক্রি নিয়ে বাগবিতণ্ডার জেরে ব্যবসায়ী মো. মামুনকে ছুরিকাঘাতে হত্যা করেন মিজানুর রহমান ওরফে খোকন। হত্যাকাণ্ডের পর আসামি বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এরপর মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাকসুদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়