ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জাবিতে স্বামীকে আটকে রেখে ধর্ষণ: অভিযুক্ত মামুন ও মুরাদ গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৪
জাবিতে স্বামীকে আটকে রেখে ধর্ষণ: অভিযুক্ত মামুন ও মুরাদ গ্রেপ্তার

ছবি: প্রতীকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দম্পতিকে ডেকে এনে স্বামীকে আবাসিক হলে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মামুনুর রশিদ ওরফে মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে জানিয়েছে র‌্যাব। এ ছাড়া, ধর্ষণে সহায়তাকারী মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও হল-সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এর আগে জাবি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ৪ জনকে আদালতে নেওয়া হলে, আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী নারী জানান, গত শনিবার সন্ধ্যায় তার স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে নিয়ে আসেন মামুন। স্ত্রীকে নিয়ে দোকানে যাওয়ার কথা ছিল তার স্বামীর। তাই ফোন করে তাকে বিশ্ববিদ্যালয়ে আসতে বলেন। পরে মোস্তাফিজ ও মামুন মিলে তার স্বামীকে মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রাখেন। তাকে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে মোস্তাফিজ ও মামুন ধর্ষণ করেন।

পড়ুন

সবার চোখ ফাঁকি দিয়ে ভোররাতে হল থেকে পালান শাহ পরান

মোস্তাফিজকে হলে আশ্রয় দেন জাবি ছাত্রলীগ সভাপতি, সিসিটিভি ফুটেজ গায়েব

ছাত্রলীগ নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন

জাবিতে ধর্ষণ: বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জাবিতে ধর্ষণ: আশুলিয়া থানায় অভিযোগ দায়ের 

মাকসুদ/সাব্বির/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়