ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খৎনা করতে এসে শিশুর মৃত্যু

দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৪
দুই চিকিৎসককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

খৎনা করাতে গিয়ে রাজধানীর মালিবাগের একটি হাসপাতালে শিশু আননাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যুর মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসকের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাদের দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিরা হলেন- জেএস হাসপাতালের পরিচালক চিকিৎসক এস এম মুক্তাদির ও চিকিৎসক মাহাবুব মোরশেদ।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রুহুল আমিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারে শিশু মৃত্যুর ঘটনা ঘটে।

আয়হাম তাহমিদ মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। এ ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ ফখরুল আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়