ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ডিবি কার্যালয়ে হিরো আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৪
ডিবি কার্যালয়ে হিরো আলম

ফাইল ছবি

বইমেলা থেকে বিতাড়িত হওয়ার ঘটনায় অভিযোগ জানানোর জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর তিনি ডিবি কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, একজন মানুষকে শুধু বই বইমেলা থেকে না, যেকোনো স্থান থেকে কেউ কাউকে বের করে দিতে পারে না। সেখানে আমাকে বইমেলায় দুয়োধনী দেওয়া হয়েছে। আর বিষয়টি আমার কাছে উদ্বেগ মনে হয়েছে। এ কারণে আমি ডিবি কার্যালয়ে এসেছি। এখন ডিবিতে অভিযোগ দেবো। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত-পূর্বক তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করছি।

 এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ডিবি কার্যালয়ে ছিলেন।

আরো পড়ুন:

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়