ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ২৮ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৩ মার্চ ২০২৪  
রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক ২৮ 

রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ধানমন্ডির ১৫ রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়।

রোববার (৩ মার্চ) রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মুহিদ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ধানমন্ডি, গুলশান, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হচ্ছে। অনিয়ম ও ব্যবস্থাপনা দেখা গেলে প্রথমে সতর্ক করা হচ্ছে। তবে কিছু কিছু জায়গায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। তারই অংশ হিসেবে ওই ২৮ জনকে আমরা আটক করেছি। সবচেয়ে বেশি অনিয়ম ও ব্যবস্থাপনা দেখা দিয়েছে ধানমন্ডি এলাকার রেস্তোরাঁগুলোতে। এ কারণে সেখানে এ অভিযান বেশি পরিচালনা করা হয়। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অভিযান রাজধানীর বিভিন্ন থানা পুলিশের সহযোগিতায় পরিচালনা করা হয়। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনের ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। প্রশাসনের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত হয়, অগ্নিনির্বাপণ বিশেষ করে রেস্তোরাঁগুলোতে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য অব্যবস্থাপনা ও অনিয়ময়ের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
 

মাকসুদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়