ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

রেস্টুরেন্টে অভিযান: ৪৪৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৮, ৪ মার্চ ২০২৪   আপডেট: ২১:২৯, ৪ মার্চ ২০২৪
রেস্টুরেন্টে অভিযান: ৪৪৪ জনকে জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্টগুলোতে অভিযান চালিয়ে ৪৪৪ জনকে গ্রেপ্তারের পর তাদের জরিমানা করেছেন আদালত। রেস্টুরেন্টে অগ্নিনির্বাপক যন্ত্র না থাকা, ফুটপাতে গ্যাসের সিলিন্ডার ও চুলা রাখাসহ নানা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৪ মার্চ) ডিএমপি অধ্যাদেশে গ্রেপ্তার দেখিয়ে ৪৪৪ জনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দেওয়ার শর্তে তারা ছাড়াও পান বলে আদালতের নন-জিআর শাখা সূত্রে বিষয়টি জানা গেছে। 

এদিন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে গ্রেপ্তারকৃতদের স্বজনদের ভিড় দেখা যায়। আইনজীবীর মাধ্যমে জরিমানা দিয়ে আসামিদের নিয়ে যান তারা।

 

মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়