সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন: ভোট গণনা নিয়ে সংঘর্ষে মামলা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় শাহাবাগ থানায় মামলা হয়েছে।
শুক্রবার( ৮ মার্চ) রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। পরে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার ওসমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করেছে বলে জানা গেছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান রাইজিংবিডিকে বলেন, মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মাকসুদ/কেআই