কারাগারে কোনো রাজবন্দি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা কারাবন্দি আছেন, তারা কেউ রাজবন্দি নন। তারা বিএনপির অ্যাক্টিভিস্ট। বিএনপির পক্ষ থেকে যে হাজার হাজার রাজবন্দির কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজবন্দি বলতে আমাদের এখানে কেউ নেই। যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আনসারকে পিটিয়ে হত্যা করেছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, আমরা ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ২০১৪ সালেও তারা অরাজক পরিবেশ সৃষ্টি করেছিল।
তিনি বলেন, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তারা। তবে, ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এজন্যই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। দেশে-বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে।
মাকসুদ/রফিক