৫ হাজার টাকা চাঁদাবাজির মামলা: ৩ ভাইয়ের ৭ বছরের দণ্ড
রাজধানীর গেন্ডারিয়ার থানার পাঁচ হাজার টাকা চাঁদাবাজির মামলায় তিন ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তিন ভাই হলেন-মো. নজরুল ইসলাম, মো. সিরাজ ও মো. তাজু। রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সিরাজ উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ২০১৩ সালের ১৪ মে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন বেগমগঞ্জ এলাকায় এনায়েত স্টীল নামে এক দোকান মালিক মো. এনায়েত হোসেনের কাছে রাত ১১ টার দিকে আসামিরা পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ছুরি দিয়ে তাকে জীবন নাশের হুমকি দেয়। মামলার এনায়েত হোসেন প্রাণের ভয়ে তাদের পাঁচ হাজার টাকা দেন। একইভাবে বেগমগঞ্জ এলাকার বিভিন্ন দোকানদারদের কাছ থেকে বিভিন্ন সময়ে নিয়মিতভাবে চাঁদা দাবি ও চাঁদা আদায় করে আসছিলেন আসামিরা। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে দোকানের তালার ভেতরে সুপার গ্লু, বালু ঢুকিয়ে দোকানের তালা নষ্ট করে দেয়। এ ঘটনায় এনায়েত হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৪ জুলাই গেন্ডারিয়া থানার সাব-ইন্সপেক্টর অমল কৃঞ্চ দে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৪ সালের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলাটির বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
/মামুন/এসবি/