ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

‘যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৯ মার্চ ২০২৪   আপডেট: ১৩:৪৫, ১৯ মার্চ ২০২৪
‘যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’

যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক  মো. আবুল কাশেম। রায়ের আগে পর্যবেক্ষণে এ মন্তব্য করেন আদালত।

পড়ুন: তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন

পর্যবেক্ষণে বিচারক বলেন, হলমার্কের ঘটনা দেশের ব্যাংকিং ইতিহাসে এক বিষ্ময়কর ঘটনা। যে অপরাধীরা দেশের জনগণের আমানত, দেশের ব্যাংকিং ব্যবস্থা, দেশের অর্থনীতিকে খেলো মনে করে তাদের মৃত্যুদণ্ডের মতো সাজা হওয়া উচিত মর্মে আদালত মনে করেন। কিন্তু সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। এ অবস্থায় অপরাধের সাথে সরাসরি জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

/মামুন/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়