ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাকে খুনের মামলায় ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ মার্চ ২০২৪  
মাকে খুনের মামলায় ছেলে কারাগারে

রাজধানীর পশ্চিম মানিকদি নামাপাড়া এলাকায় মা রোকেয়া বেগমকে খুনের মামলায় মানসিক ভারসাম্যহীন ছেলে আব্দুর রহমান রনিকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৪ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম মাসুদ সিদ্দিকী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর শাহজাহান মিয়া এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে নামাপাড়ার ওই বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া বেগমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নারী দুই সন্তানের মা। তার বড় সন্তান মানসিক ভারসাম্যহীন, বয়স আনুমানিক ৩০। ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন বড় ছেলে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

ঢাকা/মামুন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়