বুয়েটের ইমতিয়াজকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশ
ইমতিয়াজ হোসেন রাব্বি (সংগৃহীত ছবি)
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বিকে আবাসিক হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমতিয়াজ রাব্বির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৯ মার্চ ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট বাতিল করেছিল বুয়েট কর্তৃপক্ষ। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ইমতিয়জের পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেন।
মামুন/রফিক