ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কায় আহত ১০, কিশোর চালক আটক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৫৩, ৯ এপ্রিল ২০২৪
মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কায় আহত ১০, কিশোর চালক আটক 

মেট্রোরেলের পিলারে ধাক্কা দেওয়া বাস

ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেফটি পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে আজিমপুরের উদ্দেশে যাচ্ছিল। কিশোর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোর পিলারে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আহত হন ১০ যাত্রী। 

প্রত্যক্ষদর্শী খান আসাদুজ্জামান মাসুম বলেন, কিশোর বাসচালক ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। মা ও এক বাচ্চা ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ বাসের যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়।

ডিএমটিসিএল’র উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এমন একটি দুর্ঘটনা ঘটেছে। বাসচালককে আটক করে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। 

কাফরুল থানা-পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়