ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বাড্ডা থেকে ডেকে এনে পল্লবীতে হত্যা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১৫ এপ্রিল ২০২৪  
বাড্ডা থেকে ডেকে এনে পল্লবীতে হত্যা 

রাজধানীর পল্লবীতে পাভেল খান নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিহত পাভেল বাড্ডার বাসিন্দা। তাকে রোববার (১৪ এপ্রিল) বাড্ডা থেকে পল্লবীতে ডেকে আনা হয়। এর পরেই তাকে হত্যা করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে ধারণা করছি।

জানা গেছে, পাভেল বাসচালকের সহকারী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি দুই বছর আগে বিয়ে করেন। হত্যাকারীরা তার পরিচিত। তাকে পল্লবীর সুখনগর এলাকায় ডেকে এনে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ হত্যাকারীদের খুঁজতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। পাভেলের মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাকসুদ/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়