বাংলাদেশে আশ্রয় নিলো আরও ১১ বিজিপি সদস্য
ফাইল ফটো
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ১১ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত ২৮৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে অবস্থান করছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টেকনাফের নাফ নদীতে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছিল তারা। পরে কোস্টগার্ড বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, ১১ মার্চ মিয়ানমারের ১৭৯ বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। পরে উভয় দেশের মধ্যে আলোচনা শেষে তাদের একটি জাহাজের করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
মাকসুদ/রফিক