ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

মনির পাঠানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২২ এপ্রিল ২০২৪  
মনির পাঠানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

দুদকের করা পৃথক তিন মামলায় সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠানকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন একেএম মনির হোসেন পাঠান। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, একেএম মনির হোসেন পাঠান উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালতের নির্দেশে গত ২৮ মার্চ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওই দিন আদালত অন্য মামলায় ব্যস্ত থাকায় ২২ এপ্রিল পর্যন্ত তার জামিন বর্ধিত করেন। এদিন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন

দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এসব তথ্য জানান।

গত ৩ জানুয়ারি মনির হোসেন পাঠানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। মামলার অভিযোগে মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামুন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়