ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

মেডিকেল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১১ মে ২০২৪   আপডেট: ১৮:০১, ১১ মে ২০২৪
পল্টনে কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। 

শনিবার (১১ মে) দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় সানিকে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, আমরা খবর পেয়ে খুব দ্রুত ছেলেটিকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, বিস্ফোরণে সানির হাত-পাসহ শরীরের  বিভিন্ন অংশে স্প্রিন্টারে ক্ষত হয়েছে। ছেলেটি ভবঘুরে প্রকৃতির। সে বিভিন্ন এলাকায় ভাঙ্গারি কুড়িয়ে বিক্রি করতো। তার বাবার নাম টিটু মিয়া। তারা কাকরাইলের বাসিন্দা।  

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়