ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দুর্নী‌তি 

ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৩ মে ২০২৪  
ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত

দুর্নী‌তি মামলার বিরু‌দ্ধে চার্জ‌শিট প্রদান ও হাজ‌তবা‌সের কার‌ণে ঢাকা জেলার রে‌জিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে।

গত রোববার (১২ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর গত বছরের ২১ সেপ্টেম্বর ১৫ নম্বর মামলা হতে উদ্ভূত মেট্রো বিশেষ মামলায় (মামলা নং-০৩/২০২৪) ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ অভিযোগপত্র গ্রহণ করেন।
একই তারিখে তাকে হাজতে প্রেরণ করায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী ওই তারিখ হতে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধিমোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়