জামিনে মুক্তি পেলেন বিএনপিনেতা সোহেল

হাবিব উন নবী খান সোহেল (ফাইল ফটো)
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, হাবিব উন নবী খান সোহেলের জামিননামা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি সন্ধ্যা ৬টার দিকে কারাগার থেকে মুক্তি পান।
বিএনপির এই নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রাজধানীসহ বিভিন্ন স্থানে ২৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে আছেন।
গত ৩১ মার্চ আদালতে জামিন নিতে গেলে আদালত আবেদন না মঞ্জুর করে হাবিব উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন।
মাকসুদ/রফিক