ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপিনেতা হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৮ মে ২০২৪  
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপিনেতা হাবিব

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে হাবিবুর রশিদ হাবিবকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১৭ মে) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কারাফটকে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই সরকার। তারা শুধু বিএনপির নেতাকর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভোমত্ব সবকিছু ধ্বংস করেছে। এই পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই। সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হাবিবুর রশিদ হাবিবকে তিন মামলায় ছয় বছর নয় মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া, দুটি মামলা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১৮ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির আদেশ দেন আদালত। এক মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।

 

এমএ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়